ভ্যাট নিবন্ধন ও টার্নওভার নিবন্ধন

যাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক:
যাদের বার্ষিক বিক্রয়মূল্য ৫০ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকার ভিতরে তাদের টার্নওভার ভ্যাট নিবন্ধন নিতে হবে।

কিন্তু নিম্নবর্ণিত বিক্রয়মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:
(ক) অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য;
(খ) মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;
(গ) অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন অংশের বিক্রয় মূল্য; বা
(ঘ) অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য;

যাদের বার্ষিক বিক্রয়মূল্য ৩ কোটি টাকার উপরে তাদের বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন করতে হবে। এছাড়াও নিম্নবর্ণিত ব্যক্তি/ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয়মূল্য যাহাই হোক না কেন বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে:
(ক) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য/সেবা সরবরাহ/উৎপাদন/আমদানি করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান
(খ) টেন্ডার/চুক্তি/কার্যাদেশ এর বিপরীতে পণ্য/সেবা সরবরাহ করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান
(গ) আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত ব্যক্তি/প্রতিষ্ঠান
(ঘ) সাধারণ আদেশ নং ১৭ অনুসারে উল্লেখিত পণ্য উৎপাদনকারী/সেবা প্রদানকারী/ব্যবসায়ী পর্যায়ে সরবরাহকারী/সুপারশপ ও শপিংমলে অবস্থিত দোকানসমূহ/সিটি কর্পোরেশন ও জেলা শহরে অবস্থিত প্রতিষ্ঠানসমূহ

বিস্তারিত জানতে সাধারণ আদেশ নং ১৭ দেখুন অথবা নিচের তালিকা গুলো দেখুন-
1 মিল্ক পণ্য
2 স্টার্চ
3 গম
4 গ্লুকোজ/ডেক্সট্রোজ
5 মোলাসেস
6 লজেন্স, চুইংগাম
7 চকলেট
8 নুডুলস ও অন্যান্য খাদ্য সামগ্রী
9 বিস্কুট, চানাচুর ও অন্যান্য খাদ্য সামগ্রী
10 জ্যাম ও জেলি
11 আচার, সস
12 চায়না ক্লে
13 লাইম
14 মার্বেল স্টেন
15 লেড অক্সাইড
16 এলাম
17 সোডিয়াম সিলিকেট
18 গ্লিসারিন
19 এসিটিক এসিড
20 মেলামাইন
21 এন্টিসেপটিক, ডিসইনফেকট্যান্ট ও ঔষধ
22 পিগমেন্টস, ভার্নিসেস ও পলিসেস
23 সকল প্রকাল ইঙ্ক
24 তরল সাবানসহ সকল প্রকার সাবান
25 ডিটারজেন্ট
26 দিয়াশলাই
27 মশার কয়েল
28 ফোম
29 পিভিসি পাইপ/প্লাস্টিক কন্টেইনার
30 প্লাস্টিক পণ্য
31 টায়ার টিউব
32 রাবার প্রোডাক্ট
33 চামড়াজাত পণ্য
34 কাঠের পণ্য
35 পাটিক্যাল বোর্ড
36 টয়লেট পেপার/টিস্য পেপার/স্যানিটারি ন্যাপকিন
37 প্যাকেজিং ম্যাটেরিয়ালস
38 উলেন ফেবিক্স
39 কটন ইয়ার্ন
40 কটন ফেব্রিক্স
41 সিনথেটিক ফাইবার
42 নাইলন কর্ড
43 ফিশিং নেট
44 নিটেড এন্ড ক্রোচড ফেব্রিক্স/সকস/রেডিমেড গার্মেন্টস
45 সেন্ড পেপার
46 এসবেস্টস
47 সকল প্রকার ইট
48 কার্বন রড
49 সকল প্রকার সিরামিক এবং পোরসেলিনের তৈরী পণ্য
50 গ্লাসওয়্যার
51 স্ক্র্যাপ
52 সকল প্রকার এম এস প্রডাক্ট
53 লিফ স্প্রিং
54 সেনিটারি ওয়্যার
55 স্টীল ইনগট
56 স্টেইনলেস স্টীল
57 নেইলস
58 কপাল এন্ড এ্যালুমিনিয়াম ওয়্যার
59 এ্যালুমিনিয়াম ফিটিংস
60 এ্যালুমিনিয়াম ফয়েল
61 লেড ইনগট
62 ব্লেড
63 ওয়েল্ডিং ইলেক্ট্রোড
64 বৈদ্যুতিক পাখা ও উহার যন্ত্রাংশ
65 গ্যাস বার্নার
66 ইলেক্ট্রিক ট্রান্সফর্মার
67 ড্রাইসেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি
68 ব্যাটারি সেপারেটর
69 টেলিভিশন
70 বৈদ্যুতিক বাল্ব
71 বাইসাইকেল পার্টস
72 হোটেল (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত)
73 রেস্তোরাঁ (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত)
74 ডেকোরেটরস ও ক্যাটারার্স
75 মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ
76 ডক ইয়ার্ড
77 নির্মাণ সংস্থা
78 পণ্যাগার
79 বন্দর
80 বিজ্ঞাপনী সংস্থা
81 ছাপাখানা
82 নিলামকারী সংস্থা
83 ভূমি উন্নয়ন সংস্থা
84 ভবন নির্মাণ সংস্থা
85 টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা
86 সীমকার্ড সরবরাহকারী
87 যান্ত্রিক লন্ড্রি
88 ইনডেন্টিং সংস্থা
89 ফ্রেইড ফরোয়াডার্স
90 ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং সংস্থা
91 কমিউনিটি সেন্টার
92 চলচ্চিত্র স্টুডিও
93 জরিপ সংস্থা
94 প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা
95 মিষ্টান্ন ভান্ডার
96 চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ)
97 চলচ্চিত্র পরিবেশক
98 আসবাবপত্র উৎপাদক
99 আসবাবপত্রের বিপণন কেন্দ্র
100 স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী
101 বীমা কোম্পানি (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্রে প্রযোজ্য)
102 কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস
103 বিউটি পার্লার
104 কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজার ফার্ম
105 ইজারাদার
106 অডিট এন্ড একাউন্টিং ফার্ম
107 শিপিং এজেন্ট
108 শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল বাস সার্ভিস
109 শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল লঞ্চ সার্ভিস
110 শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল রেলওয়ে সার্ভিস
111 যোগানদার (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যাতিত)
112 বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক
113 স্যাটেলাইট ক্যাবল অপারেটর
114 স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর
115 সিকিউরিটি সার্ভিস
116 টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী
117 হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার
118 খেলাধুলার আয়োজক
119 পরিবহন ঠিকাদার (খাদ্যশস্য পরিবহন ব্যতীত)
120 যানবাহন ভাড়া প্রদানকারী
121 আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর
122 গ্রাফিক ডিজাইনার
123 ইঞ্জিনিয়ারিং ফার্ম
124 শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী
125 বোর্ড সভায় যোগদানকারী
126 উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী
127 ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী
128 বিদ্যুৎ বিতরণকারী (সেচকাজে এবং হিমাগার সেবার সরবরাহ ব্যতীত)
129 চার্টাড বিামন বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা
130 গ্লাসশটি প্রলেপকারী প্রতিষ্ঠান
131 নিলামকৃত পণ্যের ক্রেতা
132 ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান
133 অর্থ বিনিময়কারী (মানি চেঞ্জার) প্রতিষ্ঠান
134 শীতাতপ নিয়ন্ত্রিত টেইলারিং শপ ও টেইলার্স
135 এ্যামিউমেন্ট পার্ক ও থিম পার্ক
136 পিকনিক স্পট, শ্যুটিং স্পট
137 ভবন, মেঝে ও অংগন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা
138 লটারির টিকিট বিক্রয়কারী
139 ইমিগ্রেশন উপদেষ্টা
140 কোচিং সেন্টার
141 অনুষ্ঠান আয়োজক
142 মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
143 স্থান বা স্থাপনা ভাড়া গ্রহনকারী
144 সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব
145 তৈরি পোশাক বিপণন
146 রাইড শেয়ারিং
147 তথ্য প্রযুক্তি নির্ভর সেবা
148 স্পন্সরশীপ সেবা
149 ক্রেডিট রেটিং এজেন্সি
150 অনলাইনে পণ্য বিক্রয়
151 সিমেন্ট
152 সখল প্রকার সিরামিক এবং পোরসেলিনের তৈরি পণ্য
153 জিপি শীট/সিআই শীট
154 এমএস প্রোডাক্ট
155 সেনিটারিওয়্যার
156 এয়ারকন্ডিশনার, রেজ্রিজারেটর, টেলিভিশন সহ সকল প্রকার ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স ইলেকট্রনিক্স পন্য সামগ্রী

ভ্যাট নিবন্ধন নিতে যা যা লাগবে:
১. ই-টিআইএন
২. জাতীয় পরিচয়পত্র
৩. মোবাইল নাম্বার
৪. ইমেইল আইডি
৫. ট্রেড লাইসেন্স
৬. ব্যাংক একাউন্ট সার্টিফিকেট

যাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয়:
১. যাদের বার্ষিক বিক্রয়মূল্য ৫০ লক্ষ টাকার কম এবং উপরে উল্লেখিত ব্যবসায়ের প্রকৃতির সাথে সংশ্লিষ্ট নয়।
২. প্রথম তফসিলে উল্লেখিত ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবাসমূহ

Share

Read Comments

Leave a Reply to A WordPress Commenter Cancel reply

Your email address will not be published. Required fields are marked *